মাহিন্দ্রা বুলেরোর নতুন লুক দেখে ঘুম উড়েছে ফরচুনারের, জেনে নিন দাম এবং ফিচার

এই নতুন গাড়িটি ভারতের বাজারে সম্প্রতি বেশ জনপ্রিয়তা পেয়েছে

Advertisement

Advertisement

আপনারা সকলেই জানেন ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় গাড়ির মধ্যে অন্যতম হলো মাহিন্দ্রা কোম্পানির গাড়ি। এই সমস্ত গাড়িগুলি তাদের শক্তিশালী ইঞ্জিন এবং দারুন লুকের জন্য সারা ভারতে বেশ জনপ্রিয়। সম্প্রতি মাহিন্দ্রা তাদের নতুন বুলেরও গাড়িটি চালু করেছে। এই গাড়িটি শক্তি এবং বৈশিষ্ট্যের দিক থেকে টাটা সাফারি এবং থারকে কঠিন প্রতিযোগিতা দিতে চলেছে। জানা যাচ্ছে এই গাড়িটি দেখতে বেশ দুর্দান্ত হতে চলেছে এবং এটি মাহিন্দ্রা থারের থেকে আরও বেশি আকর্ষণীয় হবে। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি কোম্পানি বুলেরো গাড়িটির একটি নতুন ভেরিয়েন্ট বাজারে লঞ্চ করেছে। চলুন সেটার ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি নতুন বুলেরও ফেসলিফ্ট গাড়িটিতে বেশ কিছু কসমিক পরিবর্তন করা হয়েছে। এই গাড়িটিতে বেশ কিছু আপডেট আনা হয়েছে এবং এই গাড়িটিকে একেবারে নতুন ভাবে পেশ করেছে মাহিন্দ্রা। গাড়িতে আপনারা দুটি নতুন রং দেখতে পাচ্ছেন এবং বাহ্যিক বৈশিষ্ট্য অন্যরকম দেখতে পাচ্ছেন। তবে হেডলাইটের ডিজাইন বর্তমান মডেলের মতো হলেও গাড়ির ভিতরে বেশ কিছু পরিবর্তন রয়েছে। একটি নতুন ড্যাশবোর্ড এসেছে এই গাড়িতে। আর পাশাপাশি এই গাড়িতে বেশ কিছু নতুন নতুন সামগ্রী যুক্ত করা হয়েছে। এই গাড়িটিকে কোম্পানি তিনটি নতুন ভেরিয়েন্টে বাজারে আনতে চলেছে। এই তিনটি নতুন ভেরিয়েন্ট হলো B4, B6, B6 OPT.

Advertisement

এর পাশাপাশি মাহিন্দ্রার এই নতুন গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ১.৫ mHawk ডিজেল ইঞ্জিন যা আপনাকে ৭৫ বি এইচ পি পাওয়ার এবং ২১০ নিউটন মিটার সর্বাধিক টর্ক দিতে পারে। এই গাড়িটির ইঞ্জিনের সাথে একটি ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত করা হয়েছে। ফিচারের মধ্যে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, পার্কিং সেন্সর এবং স্পিড এলার্ট এর মত দারুণ কিছু ফিচার। মাইলেজের কথা বললে এই নতুন গাড়িটি আপনাকে ১৬.৭ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। এছাড়াও এই গাড়িটি আপনাকে স্করপিও হাই রাইডিং পজিশন অফার করতে চলেছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন সাত সিটের নতুন কনফিগারেশন। ডুয়ালটন ইন্টেরিয়ার ফিচার রয়েছে এই গাড়িতে। এছাড়াও আপনারা পাচ্ছেন ১২ স্পিকার অডিও সিস্টেম, কানেক্টেড কার ফিচার এবং সানরুফ। এই গাড়িটির দাম শুরু হচ্ছে ১০.৪৮ লক্ষ টাকা থেকে।

Advertisement

Recent Posts