টেক বার্তা

সন্ধান মিললো পৃথিবীর মতোই ‘অন্য গ্রহের’, যার বছর শেষ হয় ৬১৭ দিনে

Advertisement

পৃথিবীর মতোই অন্য একটি গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। জানা গেছে, পৃথিবী ও নেপচুনের মধ্যবর্তী কোন একটি স্থানে মহাশূন্যে ভেসে রয়েছে এই গ্রহটি। এর নিজস্ব একটি সৌরজগতও রয়েছে। যার কেন্দ্রে রয়েছে সূর্যের চেয়ে তুলনামূলক ছোট একটি নক্ষত্র। যাকে কেন্দ্র করেই ঘুরে চলেছে এই গ্রহটি। নতুন এই গ্রহটির তার নিজস্ব সূর্যকে একবার পরিক্রমণে সময় লাগে ৬১৭ দিন।

মহাশূন্যে গ্রহ নক্ষত্রের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন গবেষণা করে আসা নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী নতুন এই গ্রহটির অবস্থান নিয়ে নিশ্চিত হয়েছেন। এই মহাকাশ বিজ্ঞানীদের দাবি, এই গ্রহটির চরিত্র একেবারে পৃথিবীর মতোই। গ্রহটির আবহাওয়া থেকে অন্যান্য সমস্ত অবস্থার সঙ্গে পৃথিবীর প্রচুর মিল রয়েছে। গবেষণায় এমনটাই উঠে এসেছে বলে জানান নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা।

নতুন এই গ্রহটির নাম ওজিএলই-২০১৮-বিএলজি-০৬৭৭। যা প্রথম দেখা যায় চিলি থেকে। চিলির গবেষকরা টেলিস্কোপের সাহায্যে এটি প্রথম আবিষ্কার করেন। পরে আবার চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে তিনটি আইডেন্টিক্যাল টেলিস্কোপের সাহায্যে এর অস্তিত্ব নিশ্চিত করেন বিজ্ঞানীরা। এর পরই এই গ্রহটি সম্পর্কে আগ্রহ দেখায় সারা বিশ্বের বিজ্ঞানীরা। শুরু হয় বিস্তারিত অনুসন্ধান।

বিজ্ঞানীরা তাদের গবেষণায় জানতে পারেন নতুন এই গ্রহটি সৌরজগতের পৃথিবী ও নেপচুনের মাঝামাঝি কোন এক জায়গায় অবস্থান করছে। সূর্যের তুলনায় ছোট একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে গ্রহটি। ৬১৭ দিনে একবার ঘুরে আসে গ্রহটি। ফলে এর বছর শেষ হতে লাগে ৬১৭ দিন সময়।

Related Articles

Back to top button