Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BIG BREAKING : নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির আদেশ, জানুন ফাঁসির দিন ও সময়

দিল্লির পতিয়ালা হাউস কোর্ট আজ ২০১২ সালে হওয়া ভয়ঙ্কর নির্ভয়া মামলায় অভিযুক্তদের ফাঁসির আদেশ দিলো। পাতিয়ালা হাউইস কোর্টের একবসেশন জাজ আজ ২২ বছর বয়সী প্যারামেডিক্যাল শিক্ষার্থী নির্ভায়ার বাবা-মা'র দায়ের করা…

Avatar

দিল্লির পতিয়ালা হাউস কোর্ট আজ ২০১২ সালে হওয়া ভয়ঙ্কর নির্ভয়া মামলায় অভিযুক্তদের ফাঁসির আদেশ দিলো। পাতিয়ালা হাউইস কোর্টের একবসেশন জাজ আজ ২২ বছর বয়সী প্যারামেডিক্যাল শিক্ষার্থী নির্ভায়ার বাবা-মা’র দায়ের করা আবেদনের শুনানি করেন যেখানে অভিযুক্ত চার আসামিকে আগামী ২২ জানুয়ারী সকাল ৭ টায় ফাঁসি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে এদিন বিচার পর্ব শুরু হওয়ার পরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সমস্ত দোষীদের সাথে কথা বলেন বিচারক। সেখানে দোষী অক্ষয় ঠাকুর বিচারকের সাথে কথা বলার অনুমতি চেয়েছিলেন। এরপরে বিচারক গণমাধ্যমকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি দাবী করেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে বিচারকের কাছে কিছু বলতে চান। অক্ষয় বিচারকের সামনে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে তিনি কখনও আইনি প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করেননি এবং কেবল আইনি পদ্ধতিতে নিজেকে রক্ষা করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘আমরা JNU তে হামলা চালিয়েছি’, ঘটনার দায় স্বীকার এই দলের

পাতিয়ালা হাউস কোর্টে, দোষীদের পক্ষের আইনজীবী যুক্তি দেন যে তারা তাদের ক্লায়েন্টদের সাথে দেখা করতে সক্ষম হননি। তারা আরও অভিযোগ করেন যে তাদের ক্লায়েন্টদের কারাগারে নির্যাতন করা হয়েছে। কিন্তু নির্ভয়ার পক্ষের আইনজীবী বলেন দোষীরা বারবার ইচ্ছা করেই আদালতের প্রক্রিয়া বিলম্বিত করছে। এরপরই আদালত ঘোষণা করে আগামী ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহার জেলে ফাঁসি দেওয়া হবে চার অভিযুক্তের। এর জন্য জেল কতৃপক্ষকে প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয় আদালতের তরফে।

About Author