নির্ভয়া কাণ্ডের চার অভিযুক্ত মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন কুমার গুপ্তা এবং বিনয় শর্মা যেকোনো সময় আত্মঘাতী হতে পারে এই আশঙ্কায় তাদের কড়া পাহারার মধ্যে রাখা হচ্ছে। এর আগেও নির্ভয়া কাণ্ডের আরেক অপরাধী শৌচাগারে আত্মঘাতী হয়েছিল, যার নাম রাম সিং।
তিহার জেল কর্তৃপক্ষ আশঙ্কা করছে টিচার অপরাধী যেকোনো সময় আত্মহত্যা করতে পারে তাই তাদের ২৪ ঘন্টা সিসিটিভি এবং কারারক্ষীর তীক্ষ্ণ নজরে রাখা হচ্ছে। নির্ভয়া কান্ডে দোষী চার জনকে ফাঁসি দেওয়া হবে ১ ফেব্রুয়ারি। দেশের বৃহত্তম জেল তিহাড়ে যেসব বন্দিরা আছে তাদের মধ্যে অন্যতম হল মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন ছোট রাজন, দিল্লির গ্যাংস্টার নীরজ বাওয়ানা এবং বিহারের রাজনীতিবিদ মহম্মদ শাহাবুদ্দিন।
আরও পড়ুন : তিহার জেলে চলছে ফাঁসির প্রস্তুতি, চিঠি পাঠানো হল চার দোষীর বাড়িতে
তবে বর্তমানে মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন কুমার গুপ্তা এবং বিনয় শর্মাকে সবচেয়ে বেশি কড়া পাহারায় রাখা হয়েছে। ১৬ ই জানুয়ারি এই চার অপরাধীকে তিহার জেলের তিন নম্বর সেলে পাঠানো হয়েছে, যেখানে তাদের ফাঁসি দেওয়া হবে। তিহার জেলে শুরু হয়ে গেছে ফাঁসির প্রস্তুতি।