Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

UPI: এবার দূর হবে অনলাইন লেনদেনে জালিয়াতি, মুখ দেখালেই হবে UPI পেমেন্ট

বিগত কয়েক বছরে ব্যাংক নির্ভরশীলতা কাঁটিয়ে অনলাইন লেনদেনে ঝাঁপিয়ে পড়েছেন ভারতের সাধারণ মানুষ। বর্তমানে কয়েক কোটি মানুষ UPI-কে ব্যবহার করে নিয়ন্ত্রণ করছেন নিজের আর্থিক লেনদেন। এছাড়া আগামী দিনগুলোতে অনলাইন লেনদেনের…

Avatar

বিগত কয়েক বছরে ব্যাংক নির্ভরশীলতা কাঁটিয়ে অনলাইন লেনদেনে ঝাঁপিয়ে পড়েছেন ভারতের সাধারণ মানুষ। বর্তমানে কয়েক কোটি মানুষ UPI-কে ব্যবহার করে নিয়ন্ত্রণ করছেন নিজের আর্থিক লেনদেন। এছাড়া আগামী দিনগুলোতে অনলাইন লেনদেনের পরিসর আরও বৃদ্ধি পেতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অনলাইন পেমেন্টের হার বিগত কয়েক বছরে যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি এর জালিয়াতির হার বৃদ্ধি পেয়েছে চোখে পড়ার মতো। বর্তমানে প্রায়শই সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন UPI লেনদেন করতে গিয়ে।

তবে এবার বৃহত্তর জনগণের স্বার্থে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) UPI লেনদেনগুলিকে আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যার মাধ্যমে অনলাইন লেনদেনের সময় ঘটে যাওয়া জালিয়াতি অনেক অংশে কমে যাবে বলে মনে করছে NPCL। আর এই কারণে মানুষের হাতে থাকা স্মার্টফোনের ফিচার্স কাজে লাগাতে চলেছে অনলাইন পেমেন্ট নিয়ন্ত্রক সংস্থা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন এক প্রতিবেদনে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বৃহত্তর জনগণের সুষ্ঠু লেনদেনের স্বার্থে খুব শীঘ্রই বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তারা। যেন জালিয়াতি বিহীন ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারেন দেশের কোটি কোটি মানুষ। আর এর জন্য জনগণের হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজে লাগাতে চলেছে NPCL। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই পিনের বদলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনলাইন পেমেন্ট পরিষেবা চালু করবে তারা। এছাড়া সিকিউরিটি হিসেবে অনলাইন পেমেন্টকারীকে দিতে হবে মুখের প্রমাণীকরণ। যার ফলে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতির সংখ্যা কমবে বলে মনে করছে NPCL।

About Author