দেশনিউজ

৩ মাস রান্নার গ্যাস বিনামূল্যে দেবে কেন্দ্র, উপকৃত হবে ৮ কোটি গরিব মানুষ

Advertisement

করোনা ভাইরাসের জন্য এখন কার্যত স্তব্দ গোটা দেশ। প্রধানমন্ত্রী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন। দেশের গরিব সাধারণ মানুষদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা ঘোষণা করেছে কেন্দ্র। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ মানুষদের জন্য একগুচ্ছ সুবিধার ঘোষণা করেছেন।

অর্থমন্ত্রী বলেছেন যে আগামী ৩ মাস উজ্জলা যোজনার অন্তর্গত দেশের ৮ কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে। এরফলে দেশের ৮ কোটি পরিবারের প্রায় ৩৫ কোটি মানুষের সুবিধা হবে। দেশের মানুষ যাতে এই কঠিন পরিস্থিতিতে অভুক্ত না থাকেন তাই এই পরিষেবা দেওয়া হয়েছে। এরসাথে অর্থমন্ত্রী এটাও বলেন যে এইসময় বাসি খাবার না খেতে, রান্না করে টাটকা খাবার খেতে হবে।

কেন্দ্রীয় সরকার এদিন মোট ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। যেখানে কৃষক, শ্রমিক, বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক মানুষ প্রত্যেকের জন্যই বিভিন্ন সুবিধার ঘোষণা করা হয়েছে।

Related Articles

Back to top button