কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। তবে বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা প্রায় শেষ হতে চলেছিল। এর মধ্যেই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার হয়তো বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা আরো বাড়াতে পারে। তবে এই ঘোষণা বৈধ ছিল চলতি বছরের শেষ অব্দি। জানা গিয়েছিল এই ডিসেম্বর মাস পর্যন্তই বিনামূল্যের রেশন পাওয়া যাবে। তবে বছর শেষের আগেই আজ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী বিনামূল্যে রেশন পাওয়া নিয়ে বড়সড় ঘোষণা করেছেন। তিনি ঠিক কি বলেছেন? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
আজ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রেস মিটিং এ ঘোষণা করে বলেছেন যে কেন্দ্র সরকার আগামী ২০২৩ সালের ডিসেম্বর মাস অব্দি বিনামূল্যে রেশন দেবে। এর ফলে উপকৃত হবেন অন্তত ৮০ কোটি মানুষ। আর এই বিনামূল্যে রেশন দেওয়ার জন্য কেন্দ্র সরকারের খরচ হবে ২ লাখ কোটি টাকা। গোটা বছর বিনামূল্যের রেশন দেওয়ার জন্য যথেষ্ট খাদ্যশস্য মজুদ আছে বলে, জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, UIDAI রেশন পরিষেবা নিয়ে একটি নতুন বড়সড় ঘোষণা করেছে যা আপনার অবশ্যই জানা প্রয়োজন। অযোগ্য ব্যক্তিদের বিনামূল্যে রেশন নেওয়া আটকানোর জন্য UIDAI ঘোষণা করেছে যে এবার দেশের যেকোনো জায়গা থেকে আধার কার্ড ছাড়া রেশন পাওয়া যাবে না। আপনার আধার কার্ড আপডেট হলেই আপনি এই সুবিধার সুবিধা নিতে পারবেন। যদি এটি না হয় তবে আপনি এই সুবিধাটি নিতে পারবেন না। এ ছাড়া রেশন কার্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে ১৯৪৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।