গোটা দেশে করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে চলতি বছরের মার্চ মাস থেকেই বন্ধ রাজ্য তথা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। জনতা কার্ফু চালু হওয়ার পরেই বন্ধ হয়ে গিয়েছিল মেডিকেল কলেজগুলোর পঠনপাঠনও। এবার প্রায় ৮ মাস পর ন্যাশনাল মেডিকেল কমিশন এর নির্দেশে আগামী পয়লা ডিসেম্বর হতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলো খুলে যাচ্ছে। ডিসেম্বর থেকে যেমন সাধারণভাবে ক্লাস হত তেমনভাবেই আবার শুরু হবে পঠন পাঠন।
শিক্ষাব্যবস্থায় ডাক্তারি পড়া সবার মধ্যে অন্যতম একটি কঠিন কোর্স। এরইমধ্যে ৮ মাস ধরে পঠন পাঠন বন্ধ থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছিল রাজ্যের হবু ডাক্তারদের। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে হাতে কলমে প্র্যাকটিক্যাল খুবই জরুরী একটি বিষয়। সেটা কোনভাবেই অনলাইন ক্লাসে করানো সম্ভব ছিল না। তাই রাজ্যের হবু চিকিৎসকরা অনেক কিছু গুরুত্বপূর্ণ পাঠ শিখতে পারছিল না। কিন্তু অবশেষে ডিসেম্বর থেকে কলেজ খোলায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা। গত শুক্রবার রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কে রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি বিশেষ অর্ডার জারি করে কলেজ খোলার সিদ্ধান্ত জানিয়েছে।
তবে কলেজ খুললেও চূড়ান্ত সাবধানতা অবলম্বন করার কথা আগে থাকতেই বলে দেওয়া হয়েছে। কলেজ খোলার আগে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে সব ক্লাসরুম স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। কলেজ খুললেও রাজ্য সরকারের সমস্ত কোভিড সংক্রান্ত গাইডলাইন মেনে চলতেই হবে। ক্লাস রুমে ঢোকার আগে বা পুরো কলেজে মাক্স পরা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যের মেডিকেল কলেজে খোলার সিদ্ধান্তকে এসএসকেএম হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা স্বাগত জানিয়েছে।