সম্প্রতি কিছুদিন আগে ভারতীয় রেল দূরপাল্লা যাত্রীবাহী ট্রেনের ভাড়া অনেকটা বৃদ্ধি করে দিয়েছে। করোনার পর সাধারণ মানুষ বেশি ভাড়া দিয়ে যাত্রা করতে এখন বাধ্য হচ্ছে। কারণ ট্রেন এমন একটা ব্যবস্থা যাতে সাধ্যের মধ্যে খরচ করে সবচেয়ে কম সময় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়। কিন্তু করোনা ভাইরাস প্যানডেমিকের পর বৃদ্ধি পেয়েছে ট্রেনের ভাড়া। কিন্তু মানুষ বাধ্য হাওয়াই বর্ধিত মূল্য দিয়ে যাত্রা করতে হচ্ছে সবাইকে। তবে এবার ভারতীয় রেল অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দিল প্লাটফর্ম টিকিটের। এমনকি একাধিক গুরুত্বপূর্ণ প্লাটফর্মে টিকিটের মূল্য ৫০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
ভারতীয় রেল সূত্রে জানা গেছে যে বর্ধিত প্লাটফর্ম টিকিট মূল্য ১ লা মার্চ থেকে কার্যকর হয়ে গেছে। রেল একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, এবার থেকে মুম্বাই মহানগর এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ৫০ টাকা করে প্লাটফর্ম টিকিট কিনতে হবে। এর আগে সেই প্লাটফর্ম টিকিট এর দাম ছিল মাত্র ১০ টাকা। যে সমস্ত স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়তে চলেছে সেগুলি হল লোকমান্য তিলক টার্মিনাস, শিবাজী মহারাজ টার্মিনাস, দাদর, কল্যাণ, থানে, ভিওয়ান্ডি, পনভেল ইত্যাদি। এই বর্ধিত মূল্য ১ লা মার্চ থেকে ১৫ জুন অবধি কার্যকর হবে।
তবে হঠাৎ করে প্লাটফর্ম টিকিট এর দাম এত কেন বাড়াচ্ছে ভারতীয় রেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য প্রশ্নের যথাযথ যুক্তি দিতে পেরেছে ভারতীয় রেল। তাদের বক্তব্য, মুম্বাইয়ের মত শহরে ফের পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। যত গরম পরছে গরমের ছুটি যাত্রীদের চাপ বাড়ছে স্টেশনে। সেখানেই সাধারণ লোক এমনি এলে ভিড় আরো বাড়বে। এর ফলে সংক্রমণ আরো বেড়ে যেতে পারে। তাই করোনা সংক্রমণ ঠেকাতে ও স্টেশন চত্বর ফাঁকা রাখতে প্লাটফর্ম টিকিট এর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।