২০ এপ্রিল থেকে শর্তাধীন যাতায়াত শুরুর সম্ভাবনা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা সংক্রমণের প্রকোপ থেকে দেশের মানুষদের রক্ষা করার জন্য লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন। আজ লকডাউনের শেষ দিনে এসে মোদী আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছেন। যাতে নতুন করে সংক্রমণ না ছড়ায় সেদিকে নজর রাখতে হবে। তবে আগামী ২০ এপ্রিল থেকে শর্তসাপেক্ষ চলাফেরা শুরুর সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছেন।
দেশের সংক্রমিত এলাকা বিশেষ করে হটস্পট এলাকাগুলি ছাড়া অন্যান্য স্থানে শর্তাধীন যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তবে সেক্ষেত্রেই কঠোর নিয়ম পালন করতে হবে। এই নিয়ম প্রসঙ্গে বিস্তারিত গাইডলাইন আগামীকাল প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।
এছাড়া তিনি জানেন যে সবার খুব অসুবিধা হচ্ছে, ঘরে বসে দেশবাসী যেভাবে উৎসব পালন করে চলেছেন তা প্রশংসনীয়। নিজের বক্তৃতায় আম্বেদকরের সেই ‘উই দ্য পিপল’ উক্তি তুলে এনেছেন, তার সাথেই আম্বেদকরকে সমস্ত দেশবাসীর পক্ষ থেকে প্রণাম জানিয়েছেন মোদী। তিনি দেশের সবার জন্যই মঙ্গল কামনা করেছেন।