নিউজরাজ্য

বেতন নিয়ে আজ থেকে আমরণ অনশন পার্শ্বশিক্ষকদের, দাবি মানতে নারাজ সরকার

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : সমাজটাকে গড়ে তোলার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি থাকে, তারা হলেন শিক্ষক। আর এখানে পার্শ্বশিক্ষক রাই ঠিকমতো বেতন পাচ্ছেন না। তারা তাদের বেতন বৃদ্ধির দাবিতে আমরণ অনশন করবেন বলে জানিয়েছেন। শনিবার সল্টলেকে বিকাশ ভবনের কাছে কয়েক হাজার পার্শ্বশিক্ষক জড়ো হবেন। তাদের দাবি ‘সমকাজে সমবেতন’, সরকার তাদের দাবি মানছে না তাই তারা বাধ্য হয়ে অনশন করছেন।

Advertisement
Advertisement

তবে প্রথমেই তারা অনশনের পথ বেছে নেয় নি, তারা আদালতের থেকে ছাড়পত্র নিয়েই ধর্নায় বসেছিলেন পার্শ্বশিক্ষক রা। ঠিক পাঁচ দিন পরে তারা ধর্না অনশন এ গিয়ে পৌঁছালো। গত কয়েক মাসে বেশ কয়েকটি আন্দোলন করেছে শিক্ষকরা, কলকাতায়। আন্দোলনের একটাই কারন ‘বেতন বৃদ্ধি হোক’।

Advertisement

কিছুদিন আগেও এই পার্শ্বশিক্ষক রা তাদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলেন নদীয়ার কল্যাণীতে। তাদের ওপর অত্যাচার করা হয়, পুলিশ লাঠিচার্জ করে। কল্যাণীর এই ঘটনার উপর ভিত্তি করে কিছুদিন আগে বিকাশ ভবনের সামনে অবস্থান করতে চেয়েছিল এই পার্শ্ব শিক্ষকরা এবং তার জন্য তারা বিধান নগরের পুলিশের কাছে আবেদন জানান, কিন্তু পুলিশ তখনো বিক্ষোভের অনুমতি দেয়নি। ত

Advertisement
Advertisement

খন বাধ্য হয়ে আন্দোলনকারীরা হাইকোর্টের কাছ থেকে অনুমোদন পত্র নিয়ে আসে, এবং সেখানে জানানো হয় যে বিকাশ ভবনের পাশে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে অনশন বিক্ষোভ করা যাবে। তবে সেখানে অনশনকারীদের সংখ্যা মেপে দেওয়া হয়েছে বলা হয়েছে। যে কখনোই যেন ৩০০ উপরে না হয় এবং তাদের এই অনশনের ফলে কখনোই যেন সাধারণ মানুষ বিপর্যস্ত না হয়।

Related Articles

Back to top button