ভিলে পার্লের পবন হংস শ্মশানে সোমবার বিকেল ৪ টা নাগাদ অভিনেতার নিথর দেহ পৌঁছাল। আর তারপরেই সমস্ত নিয়মকানুনের পরই বিকেলে সম্পন্ন হল অভিনেতার শেষকৃত্য। অভিনেতা পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। তাঁর মনের ভিতরে ছিল অনেক কষ্ট, বেদনা। যা কিনা অজানাই রয়ে গেল। পঞ্চভূতে বিলীন হলেন অভিনেতা। ছেলের মুখাগ্নি করলেন বাবা কৃষ্ণ সিং রাজপূত।
করোনার জন্য লকডাউন জারি থাকায় শ্মশানযাত্রী হিসেবে ২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শেষ যাত্রায় পঠিত ছিলেন প্রাক্তনী কৃতি শ্যানন। এছাড়া শ্রদ্ধা কাপুর, রণবীর শোরে, বিবেক ওবেরয়, একতা কাপুর, বরুণ শর্মা উপস্থিত হয়েছিলেন।এর পাশাপাশি টেলিভিশনের সহ-অভিনেতারাও উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত রয়েছেন পরিবারের বেশ কয়েকজন সদস্য।
রবিবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে অভিনেতার মৃত্যু ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতা অর্থের কারনে আত্মহত্যা করেননি। কারন অভিনেতার অ্যাকাউন্ট খতিয়ে দেখে এমনই অভিমত পুলিশের।
এদিকে জানা যাচ্ছে, বান্ধবীর সাথে কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল সুশান্তের। কিন্তু কি নিয়ে ঝামেলা সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি তাদের নভেম্বরে বিয়ে হওয়ার কথাও চলছিল। লকডাউনের সময় সুশান্তের সাথেই ছিলেন তার বান্ধবী। পরে তিনি চলে যান। তাদের মধ্যে ঝগড়া হয় বলে খবর। ঝগড়া মেটানোর জন্য বারবার ফোন করা হলেও অভিনেতার বান্ধবীর তরফে কোনো উত্তর দেওয়া হয়নি। আরও জানা যাচ্ছে, বিগত কয়েকমাস ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। জুহুর এক হাসপাতালে নিয়মিত চিকিৎসাও চলছিল তার। সুশান্তের ঘনিষ্ট মহল সূত্রে জানা যাচ্ছে, শেষ কয়েকদিন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত।