পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রণব মুখোপাধ্যায়ের

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের।  ভারতরত্নকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী,  দিল্লির মুখ্যমন্ত্রী…

Avatar

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের।  ভারতরত্নকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী,  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

এছাড়াও তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, , লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা,  প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া, বায়ুসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। এ দিন বিকেলে কোভিড প্রোটোকল অনুযায়ী, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় প্রণব মুখোপাধ্যায়ের। তাঁর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সাত দিন অর্ধনমিত থাকবে দেশের জাতীয় পতাকা।

আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির ক্যান্টনমেন্টের আর্মিজ রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। হাসপাতালে ভর্তির পর পরই তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অনেক কষ্টে অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্ক থেকে জমাট বাঁধা রক্ত বার করা হয়। এরপর তার শরীরে থাবা বসায় অতিমারি করোনা।

পরে মূত্রাশয়ের মাপকাঠির সামান্য অবনতি হতে শুরু হওয়ায়  চব্বিশ ঘন্টা তাকে নজরে রাখতে শুরু করেন চিকিৎসকরা। কিন্তু শেষমেশ গতকাল সন্ধ্যায় দিল্লির ক্যান্টনমেন্টের আর্মিজ রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালীন তার বয়স হয়েছিলো ৮৪।

 

About Author