অরূপ মাহাত: বায়ুদূষণ নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে এবার খুললেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। আক্রমণকারীদের পাল্টা জবাব দিতে বেছে নিলেন আক্রমণের পথকেই। তিনি বলেন, ‘১০ মিনিটের মধ্যে যেভাবে আমাকে নিয়ে ট্রোল করা হয়েছে তাতে আমি বিস্মিত।
এতটা উৎসাহ নিয়ে যদি দিল্লীবাসী দিল্লীর কমানোর উদ্যোগ নিতেন তাহলে আজ আমরা স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারতাম।’ শুধু এখানেই থেমে থাকেননি তিনি। বায়ুদূষণের বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি জিলিপি না খেলে যদি দিল্লীর দূষণ কমে যায়, তাহলে জিলিপি খাওয়া ছেড়ে দেবো আমি।’
প্রসঙ্গত, দিল্লীতে বায়ুদূষণ নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে দিল্লীর সাংসদ গৌতম গম্ভীর অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ হয়েছিলেন দিল্লীবাসী। শহর জুড়ে পোস্টার ছড়িয়ে পড়েছিল প্রাক্তন ভারতীয় ওপেনারের নামে।
#WATCH: Gautam Gambhir, BJP MP says.”Agar mera jalebi khane se Delhi ka pollution badha hai, toh main hamesha ke liye jalebi chhod sakta hoon…10 minute mein mujhe troll karna shuru kar diya, agar itni mehnat Delhi ki pollution ko kam karne mein ki hoti toh hum saas le pate.” pic.twitter.com/K2oW5qokht
— ANI (@ANI) November 18, 2019