Today Trending Newsদেশনিউজ

‘ইয়ে লো আজাদী’, গুলি চালানোর আগে ফেসবুকে লাইভ জামিয়ার অভিযুক্ত

Advertisement

বৃহস্পতিবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কয়েক মিনিট আগে ওই ব্যক্তি ফেসবুকে তার সমস্ত কার্যকলাপগুলি পোস্ট করেছিল।

জামিয়া শিক্ষার্থীদের দিকে গুলি চালানোর আগে তাঁর কয়েকটি ভিডিওতে বিক্ষোভের কিছু ঝলক দেখা যাচ্ছিলো। এছাড়া দিল্লীর শাহীন বাগে চলমান প্রতিবাদ এবং তিনি যে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে সে সম্পর্কেও একাধিক উদ্ধৃতি পোস্ট করা হয়েছে যেমন -“শাহীন বাগ … গেম ওভার।”

অন্য একটি পোস্টে তিনি তাঁর ফেসবুক বন্ধুদেরও ফোন না করার কথা বলে।তার সমস্ত পোস্টগুলোই ছিল হিন্দিতে। অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিটি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং তাতে এক ছাত্র আহত হয়।পরে ওই আক্রমণকারীকে পুলিশ আধিকারিকরা পুলিশ ভ্যানে নিয়ে যায়।

টেলিভিশন ক্যামেরায় লোকটিকে হালকা রঙের প্যান্ট এবং একটি গাঢ় জ্যাকেটে দেখা গেছিলো। তাকে পুলিশের ব্যারিকেড করা একটি খালি রাস্তায় হিন্দি ভাষায় বিক্ষোভকারীদের চিৎকার করে, “ইয়ে লো আজাদী” বলতে শোনা যায়।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আমনা আসিফ বলেন, “আমরা হলি ফ্যামিলি হাসপাতালের দিকে যাচ্ছিলাম যেখানে পুলিশ ব্যারিকেড তুলেছিল।হঠাৎ একটি বন্দুকধারী ব্যক্তি এসে গুলি চালায় এবং একটি গুলি আমার বন্ধুর হাতে লাগে।”

Related Articles

Back to top button