LPG Gas Cylinder: হাতে আর মাত্র এক সপ্তাহ, এই জরুরি কাজ না সারলে কাটা যাবে গ্যাস সিলিন্ডারের কানেকশন!
দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বস্তুটি হল রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder)। গৃহস্থের রান্নাঘরে হোক বা বড় বড় রেস্তোরাঁ, দোকানে গ্যাস সিলিন্ডার ছাড়া চলেই না। এদিকে জ্বালানির দামে লাগাতার বৃদ্ধির ফলে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের। তার মধ্যে আবার নতুন আপডেট এল এলপিজি গ্যাস সিলিন্ডারের উপভোক্তাদের জন্য। চিন্তা কয়েক গুণ বাড়িয়ে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই এলপিজি গ্যাস সিলিন্ডারের সুবিধা থেকে নাম কাটা যেতে পারে।
নয়া আপডেট নিয়ে চিন্তায় বাণিজ্যিক এবং ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের উপভোক্তারা। কিন্তু আচমকা এমন নির্দেশিকার কারণটাই বা কী? কোন কারণে নাম কাটা যেতে পারে উপভোক্তাদের? জানা যাচ্ছে, গ্যাস সংস্থাগুলির তরফে ই-কেওয়াইসি অভিযানে গতি আনতেই কড়াকড়ি শুরু করা হয়েছে। গ্যাস সংস্থা গুলির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত ই কেওয়াইসি করাননি তাদের আগামী সপ্তাহের মধ্যেই নাম কেটে দেওয়া হবে। অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই আর গ্যাস সিলিন্ডার পাবেন না তারা, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।
এইচপি গ্যাস কোম্পানির তরফে জানানো হয়েছে, ই কেওয়াইসির সঙ্গে সঙ্গে গ্যাস সংক্রান্ত বিপদ, দুর্ঘটনা থেকে সতর্কতা অবলম্বনের পাঠও দেওয়া হবে। যে সমস্ত উপভোক্তারা কোনো কারণে গ্যাসের সাবসিডি পাচ্ছেন না, তারা ই কেওয়াইসি করিয়ে নিলে দ্রুত সাবসিডিও পেয়ে যাবেন। যারা ই কেওয়াইসি করাবেন না তাদের গ্যাস সিলিন্ডার দেওয়া হবে না বলেই জানানো হয়েছে।
ঘরোয়া গ্যাস ডিস্ট্রিবিউটর আধিকারকের কথায়, গ্যাস কানেকশন ধারকদের ই কেওয়াইসি করানো খুবই জরুরি। এর জন্য ডিস্ট্রিবিউটর কেন্দ্রে গিয়েও এটা করানো যায়। সেখানে আধার কার্ড ভেরিফিকেশন করিয়ে সহজেই ই কেওয়াইসি করানো যাবে। উল্লেখ্য, আধার ভেরিফিকেশনের সময় এটাও দেখা হবে যে অমুক ব্যক্তি ওই আধার নম্বরেই রেজিস্টার্ড কিনা। সময়ের মধ্যেই এই কাজ করিয়ে নিলেই গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে সময় মতো।