প্রাক্তন খেলোয়াড় ও বর্তমান সাংসদ গৌতম গম্ভীর মনে করেন এই দূষনের মধ্যে দিল্লির আবহাওয়া তে কোন রকম খেলাধুলা আয়োজন করা উচিত নয়। যতদিন না বাতাসের অবস্থা স্বাভাবিক হচ্ছে ততদিন দিল্লির বাইরে অন্য কোথাও ম্যাচ আয়োজন করার জন্য পরামর্শ দেন গম্ভীর।
তিনি বলেন “কোন খেলাধুলা দিল্লির মানুষের থেকে কখনোই বড়ো হতে পারে না”। তিনি ভারত ও সফরকারী বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঠের মধ্যে প্র্যাকটিস যতটা সম্ভব কম এবং ইন্ডোর প্র্যাকটিস বেশি করতে বলেন। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে মুখ্যমন্ত্রী গত সাড়ে চার বছরে দিল্লির আবহাওয়া ঠিক করার জন্য কি কি করেছেন তা দিল্লির মানুষকে জানাক।
যদিও বিসিসিআই জানিয়ে দেয় ম্যাচ পূর্বনির্ধারিত অনুযায়ী নির্দিষ্ট ভেনুতেই হবে। ANI এর প্রশ্নের উত্তরে বর্তমান বিসিসিআই এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এত কম সময়ের মধ্যে একটি আন্তর্জাতিক ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। পরের বার ম্যাচ নির্ধারণ করার সময় এই বিষয়গুলো মাথায় রাখা হবে। তাই ম্যাচ দিল্লিতেই হচ্ছে।