খেলা

Gautam Gambhir: দ্রাবিড়ের পর কোচ হবেন গম্ভীর? BCCI-র চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে

Advertisement

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর পর টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব নেওয়ার জন্য গৌতম গম্ভীরকে প্রস্তাব দিয়েছে বিসিসিআই। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

Advertisement

আসলে, রাহুল দ্রাবিড় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াবেন। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়ে যাবে। ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর তাঁর মেয়াদ আসন্ন বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

Advertisement

সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) টিম ইন্ডিয়ার হেড কোচ পদের জন্য আবেদনপত্র আহ্বান করে। এদিকে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই চায় গৌতম গম্ভীর প্রধান কোচের দায়িত্ব নিক। গম্ভীর বর্তমানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। তাঁর তত্ত্বাবধানে কলকাতা এই মরশুমে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলটি প্রথম দল যারা প্লে অফের যোগ্যতা অর্জন করেছে।

Advertisement

এর আগে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে যুক্ত ছিলেন গম্ভীর। দুই বছর ধরে এই দলের মেন্টর ছিলেন তিনি। সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহ সাফ জানিয়ে দিয়েছেন, বিভিন্ন ফরম্যাটের জন্য আলাদা কোচ হবে না। তিন ফরম্যাটের জন্য একজনই কোচ দায়িত্ব পালন করবেন। সাড়ে তিন বছর ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব সামলাবেন নতুন কোচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের মেয়াদ। প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনিও আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২৭ মে নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

Recent Posts