নয়াদিল্লি: করোনা পরিস্থিতির কারণে ভারতের অর্থনৈতিক অবস্থা কার্যত মুখ থুবরে পড়েছে। আর্থিক মন্দার বাজারে শেয়ারে ধস নামা, দ্রব্যমূল্য বৃদ্ধি সবকিছুকে কেন্দ্র করে কার্যত ২০২০-২১ অর্থবর্ষে ভারতের অর্থনীতি নিম্নমুখী, এমনটা এক বিবৃতিতে ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর জিডিপির হার সংকুচিত হতেই থাকছে। আর এবারও তার অন্যথা হল না। আরও একবার ভারতের জিডিপির হার সংকুচিত হল। জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে জিডিপির হার সংকুচিত হয়ে দাঁড়িয়েছে ৭.৫ শতাংশ। গতকাল, শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জিডিপির এই নতুন হার জানানো হয়েছে।
এই নিয়ে পরপর দুবার ত্রৈমাসিক জিডিপির হার সংকোচন করা হল।।চলতি বছরের এপ্রিল থেকে জুন অর্থাৎ লকডাউনের চরম সময়তেও জিডিপির হার সংকোচন করা হয়েছিল। তখন জিডিপির হার ছিল ২০.০৯ শতাংশ। আর এবার তা আরও সংকোচন হওয়ার ফলে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারকে নিশানা করতে এতটুকুও জায়গা ছাড়লেন না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
কেন্দ্রের তরফ থেকে এই তথ্য প্রকাশ করার পর রাহুল টুইট করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে সরকারিভাবে এই প্রথমবার ভারত অর্থনৈতিক মন্দার কবলে ঢুকে পড়ল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, করোনার কারণে দেশে প্রায় তিন কোটি মানুষ আজ কর্মহারা হয়ে রয়েছে। তারা প্রত্যেকেই কাজ পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। তাই প্রধানমন্ত্রীর এবার ভারতের বেসিকটা বুঝে নেওয়া দরকার বলেই মনে করছি।’ এভাবেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন রাহুল।