tvs apache 200 4v
জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি TVS মোটর সংস্থা তার জনপ্রিয় বাইক TVS Apache RTR 200 4V তে 5% ক্যাশব্যাক অফার দিচ্ছে। এই ক্যাশব্যাকের অঙ্ক 5,000 অব্দি। এই স্কিমটির সুবিধা নিতে আপনাকে এই বাইকটি অনলাইনে বুক করতে হবে। এছাড়া আপনি EMI য়ের আওতায় 10,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। যদি আপনি বাইক কেনার কথা ভেবে থাকেন তবে একটি দুর্দান্ত সুযোগ।
TVS Apache RTR 200 4V একটি ডাবল ক্র্যাডল ফ্রেম সহ আসবে বলে আশা করা হচ্ছে। বাইকটিতে লাইটিংয়ের জন্য পুরো LED সেটআপের সাথে একটি ডিজিটাল উপকরণ কনসোল রয়েছে। বাইকটিতে গ্লস ব্ল্যাক এবং ম্যাট ব্লু এই দুটি কালার অপশন থাকছে।
এই বাইকে একটি BS6 কমপ্লায়েন্ট, 197.75 সিসি অয়েল কুলড, ফুয়েল ইনজেক্টেড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এটির সঙ্গে একটি 5 গতির গিয়ারবক্সে সংযুক্ত।এই ইঞ্জিন 9000 rpm এ 20.54hp শক্তি এবং 17.25Nm টর্ক জেনারেট করতে সক্ষম। তবে এই বাইকে দেওয়া হয়েছে 5 স্পিডের গিয়ার বাক্স। অন্যদিকে এই বাইকের মাইলেজ 51 কিমি প্রতি লিটার। অর্থাৎ প্রতি লিটার তেলে এই বাইক 51 কিমি রাস্তা যেতে সক্ষম। ফ্রন্টে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক এবং রিয়ার এ ও ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এই বাইকের ফিউল ক্যাপাসিটি ১২ লিটার।
TVS Apache RTR 200 4V বাইকের প্রারম্ভিক মূল্য 1.29 লাখ টাকা। একই সাথে বাইকের টপ ভ্যারিয়েন্ট মডেলের দাম 1.34 লাখ টাকা। দামের দিক থেকে বিচার করলে বাইকটি Bajaj Pulsar 220 F এর প্রতিদ্বন্দ্বী। অর্থাৎ এই বাইকের সাথে টক্কর হয় Bajaj Pulsar 220 F এর।
Madison Beer is reflecting on her teenage years and the pop star who defined them.…
Influencer Alix Earle is opening up about her headline-making New Year’s Eve getaway to St.…
Claire Danes has opened up about the emotional rollercoaster she experienced when she discovered she…
John Turturro delivers a mesmerizing performance in The Only Living Pickpocket in New York, Noah…
Lady Gaga is bringing nostalgia and heart to Super Bowl LX with a reimagined version…
Taylor Swift will not be performing at the 2026 Grammy Awards, despite weeks of speculation…