SSY Scheme: মেয়েদের জন্য দারুন সুখবর, ১৮ বছর বয়স হলেই লাখ টাকা দেবে সরকার

ভারতের নরেন্দ্র মোদি সরকার স্থাপন হওয়ার পর থেকেই ভারতের মহিলাদের জন্য একের পর এক নতুন নতুন পরিকল্পনা আসতে শুরু করেছে। গৃহবধূদের জন্য এসেছে একাধিক সঞ্চয় প্রকল্প, অন্যদিকে আবার মেয়েদের পড়াশোনার জন্য নিয়ে আসা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। ভারত সরকারের সব থেকে মঙ্গল কারী প্রকল্পের মধ্যে অন্যতম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে মেয়ের পড়াশোনার জন্য বাবা মা নিশ্চিন্তে টাকা জমা করতে পারেন এবং একটা নির্দিষ্ট সময়ের পরে সেই টাকা উত্তোলন করতে পারেন। এই প্রকল্পে টাকা জমালে প্রচুর সুদ পাওয়া যায় এবং কেন্দ্রীয় সরকারের সরাসরি সুবিধা পাওয়া যায়। সাধারণত পরিবারের কন্যা সন্তানের নামেই খুলতে হয় একাউন্ট। পরিবারের নবাগতা কন্যা সন্তানের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করতেই নিয়ে আসা হয়েছে এই প্রকল্প। বিশেষ করে যে সমস্ত পরিবার আর্থিকভাবে অনেকটাই দুর্বল তাদের মেয়েদের জন্য ভবিষ্যতে কোন সমস্যা না হয় তার জন্য এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প নিয়ে এসেছে ভারত সরকার।।

কত টাকা পাবেন সুদ?

আপনি যদি সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলেন তাহলে এই প্রকল্পের মাধ্যমে সহজেই আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। আপনি পরিবারের দুই মেয়ের নামে এই একাউন্ট খুলতে পারেন। কন্যা সন্তানের বয়স ১০ বছর হয়ে গেলেই আপনি এই একাউন্ট খুলতে পারবেন। এই প্রকল্পে বিনিয়োগ করতে গেলে আপনাকে নূন্যতম আড়াইশো টাকা থেকে বিনিয়োগ শুরু করতে হবে। এই প্রকল্পে আপনি ৮.২ শতাংশ করে প্রতিবছরের সুদ পেয়ে যাবেন। তবে এই প্রকল্পের একটা লক ইন পিরিয়ড রয়েছে। কন্যা সন্তানের ১৮ বছর বয়স হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি টাকা তুলতে পারবেন। এর আগে কিন্তু এই প্রকল্পে টাকা তোলার কোন বিকল্প দেওয়া হয় না। আপনি এই টাকা তুলতে পারবেন ৫০ শতাংশ। অন্যদিকে মেয়ের বয়স ২১ বছর হয়ে গেলে তারপর আপনি বাকি টাকা তুলতে পারবেন।

কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে?

১) পিতা মাতার আধার কার্ড (Aadhaar Card).
২) কন্যার জন্মের প্রমাণপত্র পত্র (Birth Certificate).
৩) বাবা মায়ের প্যান কার্ড (PAN Card).
৪) ইনকাম সার্টিফিকেট (Family Income Certificate).
৫) বয়সের প্রমাণপত্র।
৬) মোবাইল নম্বর।
৭) ইমেইল আইডি।
৮) পাসপোর্ট সাইজের ছবি।
৯) ব্যাংক একাউন্ট নম্বর।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

Megan Thee Stallion Opens First Popeyes Franchise in Miami, Marks New Business Era

Megan Thee Stallion began 2026 with a major business milestone, officially opening her first Popeyes…

January 4, 2026

Avatar: Fire and Ash Crosses $1 Billion Worldwide, Dominates Global Box Office

Avatar: Fire and Ash, the third installment in James Cameron’s groundbreaking sci-fi saga, has officially…

January 4, 2026

Two NBA All-Stars Quietly Appeared in Timothée Chalamet’s Marty Supreme — and Most Fans Missed It

Moviegoers watching Timothée Chalamet’s latest film Marty Supreme may have focused on its offbeat ping-pong…

January 4, 2026

Leonardo DiCaprio Misses Palm Springs Film Awards Amid Travel Disruptions

Leonardo DiCaprio was unable to attend the Palm Springs International Film Awards on Saturday, Jan.…

January 4, 2026

The 20 Most Anticipated Movies of 2026: From Blockbusters to Bold Originals

Hollywood is gearing up for one of its most ambitious years in recent memory. The…

January 4, 2026

Critics Choice Awards 2026 Set for Barker Hangar in Santa Monica

Key Points The 31st Critics Choice Awards will take place on January 4, 2026. The…

January 4, 2026