দেশনিউজ

মাত্র ১০ টাকায় স্বাস্থ্য পরীক্ষা করান! জানেন কোথায় পাবেন এই সুবিধা?

Advertisement

সাধারণ মানুষের জন্য মাত্র ১০ টাকায় স্বাস্থ্য পরীক্ষা করার অভাবনীয় সুযোগ এনে দিল রেল। ট্রেনের যাত্রী ও রেলের কর্মচারীদের জন্য এই সুযোগ থাকছে। ভারতীয় রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে হেলথ এ টি এম কিয়স্ক তৈরির কথা। দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্টেশনে এই স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাবস্থা রাখা হবে বলে জানিয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। এই হেলথ এ টি এম কিয়স্ক প্রথম বসানো হলো দিল্লি ডিভিশনের ডি আর এম অফিস এর সামনে।

রেলের কর্মীরা মাত্র ১০ টাকা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। গত ৭ই অক্টোবর দিল্লি ডিভিশনের এই হেলথ কিয়স্কের উদ্বোধন করেন এন আর ডব্লু ডব্লু ওর সভাপতি হরিন্দর কৌর। বলাবাহুল্য, এন আর ডব্লু ডব্লু ওর সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়ছে। সাধারণ রেল যাত্রী দের জন্য লখনৌ স্টেশনে এই হেলথ কীয়স্কের উদ্বোধন করা হয়। যাত্রী পিছু পঞ্চাশ টাকা দিতে হবে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, যার মাধ্যমে সোলোটি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাবেন যাত্রী।

Related Articles

Back to top button