সারাদেশ ফুঁসছে কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। এরমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক দিল এক নতুন নির্দেশ। ভারতের তিন মুসলিম প্রধান রাস্ট্র পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পেতে ধর্মের প্রমাণ দিতে হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে সংবাদমাধ্যমকে।
CAA এর নিয়ম অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বা তার আগে ভারতের প্রতিবেশী তিন মুসলিম প্রধান রাস্ট্র পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের ভারত সরকার নাগরিকত্ব দেবে। সংসদের এই বিল পাশ হওয়ার পরে গত ১২ ডিসেম্বর তা স্বাক্ষর করে আইনে পরিনত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এ দিকে, CAA-র কাজ প্রায় চুড়ান্ত করে ফেলেছে স্বরাষ্ট্র মন্ত্রকে। একটি বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, আবেদনকারীর ধর্মের প্রমানসহ দিতে হতে পারে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগের ভারতে প্রবেশের নথি।