SBI এর এই স্কিমে বাড়ি বসে পেয়ে যান ৭.২০ লাখ টাকা, জানুন এই টাকা কিভাবে পাবেন
SBI গোটা দেশজুড়ে এটিএম সম্প্রসারণের কাজ শুরু করেছে
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্বের অর্থনীতির ভীত নড়ে গিয়েছে। অনেকেই এই অতিমারীর প্রভাবে কাজ হারিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী সকলেই ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখন তো অনেকেই যেকোনো একটি কাজ করে নিজের সংসার চালানোর পথে এগিয়েছেন। তবে এবার টাকা উপার্জনের জন্য এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই sbi এর একটি স্কিমের মাধ্যমে আপনি বাড়ি বসে প্রতি মাসে রোজগার করতে পারবেন ৬০ হাজার টাকা। কি করে জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বর্তমানে এসবিআই ব্যাঙ্ক গোটা দেশে তাদের এটিএম সম্প্রসারণ এর কাজ করছে। তাই তাই ব্যাংকের পক্ষ থেকে সাধারণ মানুষকে এটিএম ফ্রাঞ্চাইজি দেওয়া হচ্ছে। স্টেট ব্যাংকের এটিএম ফ্রাঞ্চাইজি নিলে আপনি প্রত্যেক মাসে ৬০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। হিসাব অনুযায়ী আপনার প্রত্যেক বছরে আয় হবে ৭.২০ লাখ টাকা। তবে স্টেট ব্যাংকের এটিএম ফ্রাঞ্চাইজি পেতে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। কি কি শর্ত মানতে হবে জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি পড়ে নিন।
এটিএম ফ্রাঞ্চাইজি পাওয়ার শর্ত:
আবেদনকারীর ৫০-৮০ বর্গফুট খালি জায়গা থাকতে হবে।
অন্যান্য যেকোনো এটিএম থেকে দূরত্ব ১০০ মিটারের বেশি হতে হবে।
জায়গাটি অবশ্যই গ্রাউন্ড ফ্লোরে হতে হবে।
১ কিলোওয়াট সংযোগসহ ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা থাকতে হবে।
ওই এটিএমে প্রতিদিন ৩০০ এর বেশি লেনদেন হতে হবে।
এসবিআই এর এই এটিএম ফ্রাঞ্চাইজি পেতে আবেদনকারীকে আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড জমা করতে হবে। এছাড়াও ঠিকানা প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড এবং বিদ্যুৎ বিল লাগবে। এছাড়া আবেদনকারীকে তার ব্যাংকের সমস্ত বিবরণ এবং জিএসটি নাম্বার ও নথি জমা করতে হবে।