ব্যক্তিগত সাফল্যের মতো দিনকে দিন অধিনায়ক হিসেবেও সফলতা অর্জন করছেন বিরাট কোহলি। কিন্তু সেই সাফল্য কী সবটাই তার? ভারতের প্রাক্তন ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর বলছেন ‘না’। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে কোহলি সফল, কারণ তার পাশে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি রয়েছেন।
কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক মোটেই সুখকর নয়। গম্ভীর যখন নাইটদের অধিনায়ক ছিলেন, সেই সময় একাধিকবার খেলা চলাকালীন কোহলির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন। এর আগেও একাধিকবার কোহলির অধিনায়কত্বের সমালোচনা করেছেন প্রাক্তন ওপেনার। এদিন গম্ভীর বলেন, ‘অধিনায়ক হিসেবে এখনও অনেক দূর যেতে হবে বিরাটকে।
বিশ্বকাপে কোহলি খুব ভাল অধিনায়কত্ব করেছে, কিন্তু তাতেও বলব তার অনেক পথ যাওয়া বাকি। আন্তর্জাতিক ক্রিকেটে ও ভাল অধিনায়ক কারণ এতদিন ধরে তার সঙ্গে খেলছে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কত্বের মান বোঝা যায় যখন তুমি ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়কত্ব করছ। কারণ, সেসময় তোমার আশপাশে সাহায্য করার মতো ক্রিকেটার থাকে না।’