দেশনিউজ

টেকঅফের সময় বিমানে আগুন, নিরাপদে যাত্রী ও বিমান কর্মীরা

Advertisement

টেকঅফের সময় আগুন ধরে গেল বেঙ্গালুরু থেকে আহমেদাবাদ গামী গোএয়ার বিমানের ইঞ্জিনে। জানা গিয়েছে, টেকঅফের সময় পাখির ধাক্কা লাগে, তাতেই আগুন ধরে যায় ইঞ্জিনটিতে। তবে, বিমানের যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদ অবস্থায় আছেন। গোএয়ারের মুখপাত্র জানান, ইঞ্জিনে FOD -এর ফলে সামান্য অাগুন ধরেছে, যা এখন নিয়ন্ত্রণে আছে। এছাড়া বিমানের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। বিমানটিকে পুনরায় রানওয়েতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গোএয়ার বিমান সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, এদিন বেঙ্গালুরু – আহমেদাবাদ গামী বিমানটির ডানদিকের ইঞ্জিনে ফরেন অবজেক্ট ড্যামেজ হয়। তারফলেই অল্প আগুন ধরেছে ওই স্থানে। গোএয়ার বিমান সংস্থার ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : ২৬/১১-র আক্রমণকে ‘হিন্দু সন্ত্রাস’ হিসাবে চিহ্নিত করার পরিকল্পনা করেছিল লস্কর-ই-তইবা

বিমানটিকে নিরাপদ দুরত্বে সরিয়ে এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিমানের এরূপ অবস্থার ফলে যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে গোএয়ার বিমান কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button