দেশনিউজ

ক্রমশ নিম্নমুখী সোনার দাম, দাম কমলো রুপোরও

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরে টানা দাম বাড়ার পর আবার নিম্নমুখী সোনার দাম। গত সপ্তাহে টানা বাড়ার পর শুক্রবার সোনার দাম অনেকটাই কমলো কলকাতা সহ সারা দেশে। আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.৫২% দাম কমে নতুন দাম হয়েছে ৪০,০৭৫ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে অনেকটাই। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪০,২৭৫ টাকা হয়েছে। সোনার সাথে সাথে রুপোর দামও কমেছে অনেকটাই। রুপোর দামও ০.৪% কমে প্রতি কেজির দাম হয়েছে ৪৬,১৭৭ টাকা।

আরও পড়ুন : এবছর বাজেটে আয়করে বড়সড় ছাড়, ইঙ্গিত অর্থমন্ত্রীর

যেভাবে ক্রমশ বাড়ছিল সোনার দাম, এদিকে বিয়ের মরসুমও এসে যাচ্ছিল তাতে ক্রেতা থেকে ব্যবসায়ী সকলেরই চাপ বাড়ছিল। টানা তিনদিন পর পর দাম কমে তা যে অনেকটাই কমবে সেকথা বলাই বাহুল্য। মধ্যপ্রাচ্যে ইরান মার্কিন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হওয়ায় হঠাৎই সোনার দাম বাড়ছিল। তারপর সোনার দাম আবার কমতেও থাকে। কিন্তু হঠাৎ করেই আবার দাম বাড়ে। বিবাহের মরসুমে এভাবে সোনার দাম বাড়ায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ যে চিন্তায় ছিলেন এই দাম কমার ফলে তা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button