নিউজবাজারদর

সোনায় সোহাগা চতুর্থীতে, একধাক্কায় অনেকটাই কমলো সোনা ও রুপোর দাম, জানুন সর্বশেষ রেট

৫০ হাজারের চেয়েও কমে গেছে ২৪ ক্যারেট সোনার দাম

Advertisement

দেবীপক্ষের সূচনা থেকেই ধুমধাম করে শুরু হয়ে গিয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। আজ চতুর্থী। আর এই খুশির দিনে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটালো সোনা এবং রুপোর দাম। এক কথায় বলা যেতে পারে চতুর্থীর দিন সোনায় সোহাগা। প্রায় প্রতিদিন প্রতি গ্রাম সোনার দাম কমছে। পুজোর সময় সোনার দাম কমাতে বেশ খুশি মধ্যবিত্তমহল। চলতি মাসেই সবচেয়ে সস্তা হয়েছিল সোনার দাম। পুজোর শুভক্ষণে সোনার দাম কমাতে দোকানে দোকানে ভিড় জমিয়েছেন মধ্যবিত্তরা। আর গতকালের তুলনায় আজ চতুর্থীর দিন আরও দাম কমলো সোনার। আগামী দিনে সোনার দাম আরো কমতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।

আসলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনেকটাই কমেছে। তাই দুর্গাপুজোর শুভক্ষণে প্রায় রোজ হু হু করে দাম কমছে সোনার। আকাশছোঁয়া সোনার দাম থেকে মোটামুটি সাধ্যের মধ্যে আসায় দোকানে দোকানে ভিড় জমিয়েছেন মধ্যবিত্তরা। তবে সম্প্রতি চলতি মাসে সোনার দাম বারবার ওঠানামা করছে। একদিন দাম কমলে আবার পরপর দুইদিন দাম বাড়ছে। আসল দাম কত তা জানতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সেই জন্যই আজকের এই প্রতিবেদন। শেষ অংশটি পড়ে জেনে নিই আজ বৃহস্পতিবার চতুর্থীর দিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কত হল?

গতকালের তুলনায় আরও সস্তা হয়েছে সোনা। ৫০ হাজারের চেয়েও কমে গেছে ২৪ ক্যারেট সোনার দাম। পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। বলা বাহুল্য এক ধাক্কায় ৫০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমে গিয়েছে ২২ ক্যারেট সোনার দাম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৫ হাজার ৮০০টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯ হাজার ৯৭০টাকা। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৫৫ হাজার টাকা। যা গতকালের তুলনায় সামান্য কমেছে। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।

Related Articles

Back to top button