বাংলাদেশের সোনার দাম বৃদ্ধি পেল অনেকটাই। ২২ ক্যারেট সবচেয়ে ভালো মানের সোনা, যার প্রতি ভরির দাম বর্তমানে ৬০ হাজার টাকা। রবিবার থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। রবিবার থেকে প্রতি ভরি ৬০ হাজার ৩৬১ টাকা হলেও একদিন আগে পর্যন্ত অর্থাৎ শনিবার এই ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৯ হাজার ১৯৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন বিশ্বজুড়ে যে আর্থিক অস্থিরতা চলছে এবং স্থানীয় বুলিটন মার্কেটে সোনার দাম বৃদ্ধির ফলে এই দর বেড়েছে।
আরও পড়ুন : দেশের এই রাজ্যে প্রথম চালু হবে CAA, নির্দেশিকা জারি বিজেপির
২২,২১,১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। ১৮ ক্যারেট সোনা প্রতি ভরির দাম ৫৩ হাজার ১৩ টাকা। সনাতন পদ্ধতির সোনা ৪০ হাজার ২৪১ টাকা প্রতি ভরির দাম হয়েছে।