করোনা আতঙ্কের মধ্যেই দাম কমলো সোনার, জানুন আজ সোনার দাম

করোনা ভাইরাসের আক্রমণের পর থেকেই সোনার দাম বাড়ছিল ক্রমশ। সোনার দাম গত সপ্তাহে রেকর্ড ৪৫ হাজারের উপরে চলে যায়। কিন্তু গত কয়েকদিন থেকে অল্প অল্প করে কমতে থাকে সোনার দাম।…

Avatar

করোনা ভাইরাসের আক্রমণের পর থেকেই সোনার দাম বাড়ছিল ক্রমশ। সোনার দাম গত সপ্তাহে রেকর্ড ৪৫ হাজারের উপরে চলে যায়। কিন্তু গত কয়েকদিন থেকে অল্প অল্প করে কমতে থাকে সোনার দাম। সেই ধারা বজায় রেখে আজও খানিকটা কমলো সোনার দাম।

গতকালের তুলনায় আজ ৫৯৫ টাকা কমেছে প্রতি ১০ গ্রামে সোনার দাম। শতাংশের হিসেবে যা ১.৭%. সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৪৪,৮১৫ টাকা। মঙ্গলবার সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪৫,৪১০ টাকা, যা আজ অনেকটাই কমেছে। কিন্তু সোনার দাম কমলেও দাম কমেনি রুপোর।

আরও পড়ুন : SBI গ্রাহকদের জন্য সুখবর, তুলে নেওয়া হল মিনিমাম ব্যালেন্সের নিয়ম

বরং রুপোর দাম কিছুটা বেড়েছে আজ। রুপোর দাম আজ বেড়ে হয়েছে ৪৬,২৪০ টাকা প্রতি কেজিতে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক, শেয়ার বাজারে ধ্বসের জন্য সোনার দাম যে ওঠানামা করবে বিশেষজ্ঞরা তা আগেই জানিয়েছিলেন। এখন সোনার দাম কবে স্থিতিশীল হয় সেটাই দেখার।

About Author