ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

একলাফে অনেকটাই দাম কমলো সোনার, জানুন আজকের দাম

Advertisement

কয়েকদিন আগেই সোনার দাম প্রতি ১০ গ্রামে ছাড়িয়েছিল ৫০ হাজারের গন্ডি। একলাফে সোনার দাম ৫০ হাজার পার করে ফেলেছিল। পাশাপাশি রুপোর দামও ৫০ হাজার ছাড়িয়েছিল। সেই দাম কমে ৪৮ হাজারের নীচে এলো প্রতি ১০ গ্রাম সোনার দাম। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৮,৫৬০ টাকা। এবং ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭,২৬০ টাকা।

ভারতে মূলত সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে সোনার দামের উপর। আর আন্তর্জাতিক বাজারে সোনার দাম এই মুহূর্তে অনেকটাই বেশি। ফলে ভারতের বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। তবে সোনার দাম কবে নাগাদ কমতে পারে এই বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী করতে পারছেন না কোনো বিশেষজ্ঞই। তবে তাদের আশা করোনার প্রভাব থেকে অর্থনীতি মুক্ত হলেই সোনার দাম আবার কমতে পারে।

Related Articles

Back to top button