ভারতবার্তা ওয়েবডেস্ক: দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই আবারো বাড়লো সোনার দাম। সোনার দাম ৪৫ হাজারের উপরে চলে গেলো। বিগত কয়েকদিন ধরেই কমছিল সোনার দাম। আজ আবার তা বাড়লো। আজ কলকাতায় সোনার দাম প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৫,৪১০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামের পাশাপাশি দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪২,২১০ টাকা।
সোনার দামের পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। রুপোর দাম প্রতি কেজিতে বেড়েছে ০.৪৬ শতাংশ। আজ প্রতি কেজি রুপোর দাম ৪১,৯৯৮ টাকা। ভারতে সোনা রুপোর দাম নির্ভর করে বিশ্ব বাজারে দামের উপর। আজ বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে, আর তার প্রভাব ভারতের বাজারেও দেখা গেছে। বিশ্ব বাজারে সোনার দাম আজ আউন্স প্রতি ১৭২৪.০৪ ডলার, যা বৃদ্ধি পেয়েছে ১.৫ শতাংশ।
সোনার দাম এখনই কোনো স্থিতিশীলতায় আসবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা তাদের মতে ভাইরাসের প্রভাব থেকে মুক্ত হয়ে অর্থনীতি যতদিন না আবার ঘুরে দাঁড়াবে, ততদিন সোনার দামের কমা বাড়া চলতেই থাকবে। অর্থনীতির এই টালমাটাল সময়ে ব্যবসায়ীরা সোনার উপরেই বিনিয়োগ করছে, ফলে আরও বাড়ছে সোনার দাম।