নিউজবাজারদর

Gold Price Hike: প্রায় ৫৭ হাজারের গণ্ডি স্পর্শ করেছে সোনার দাম, বিয়ের সিজনে মাথায় হাত মধ্যবিত্তদের

সপ্তাহের প্রথম দিনে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২১০ টাকা

Advertisement

নতুন বছরের শুরু থেকেই ব্যাপক দাম বাড়ছে সোনা ও রুপোর। এই বিয়ের সিজনে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সোনার দাম। আসলে বিশেষজ্ঞরা বছরে শুরুতেই জানিয়েছিলেন যে ব্যাপক দাম বাড়তে চলেছে সোনার। আর হল তেমনটাই। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহের শুরুতে কত দামে বিকোচ্ছে মূল্যবান হলুদ ধাতু? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।

গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, সোমবার ১৬ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫২,২০০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল দাম ছিল ৫২,০১০/১০ গ্রাম। অন্যদিকে এইদিন ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,৯৫০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল দাম ছিল ৫৬,৭৪০/১০ গ্রাম। পিছিয়ে নেই রূপোও। সোমবার ১৬ জানুয়ারি কলকাতায় রূপার দাম দাঁড়িয়েছে ৭৩,২০০ টাকা প্রতি কেজি। গতকাল দাম ছিল ৭২,৭৫০ টাকা/কেজি। এ দিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৯০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২১০ টাকা।সোমবার সোনার পাশাপাশি দাম বাড়ল রুপোরও। এ দিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৪৫০ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button