উৎসবের মরসুমে মাথায় হাত মধ্যবিত্তদের, রেকর্ড দাম বাড়ল সোনার

কয়েকদিন পরপর সোনার দাম কমার পর আজ আবার বাড়লো সোনার দাম। কলকাতা সহ সারা দেশেই বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম গতকালের থেকে বেড়ে প্রতি ১০ গ্রামে হয়েছে ৩৯,৯৯০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। রুপোর দাম প্রতি কেজিতে আজ ৪৬,৩২৫ টাকা। কয়েকদিন ধরেই কমছিল দাম, কয়েকদিন কমার পর আজ আবার বাড়লো সোনার দাম।

২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও বেড়েছে। কলকাতায় আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪১,৩৯০ টাকা হয়েছে। ২২ ও ২৪ ক্যারেট দুই ধরনের সোনার দাম বাড়ার ফলেই এই উৎসবের মরসুমে যে চাপে থাকবে মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা সেকথা বলাই বাহুল্য।