আবার সোনার দাম বাড়লো। কয়েকদিন টানা কম থাকার পর আবার বাড়লো সোনার দাম। এই নিয়ে টানা তিনদিন দাম বাড়লো সোনার। সারাদেশের পাশাপাশি কলকাতাতেও বেড়েছে সোনার দাম। ভারতে গতকালের তুলনায় ০.৫২ শতাংশ দাম বেড়ে ২২ ক্যারেট সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ৪০,৫৬০ টাকা।
গতকালের দাম যেখানে ছিল প্রতি ১০ গ্রামে ৩৯,৪৬০ টাকা সেখানে আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৩৯,৭৮০ টাকা। হিসেব মতো আগের তুলনায় অনেকটাই বেড়েছে সোনার দাম। সোনার দামের পাশাপাশি রুপোর দামও বেড়েছে অনেকটাই। রুপোর দাম গতদিনের তুলনায় ০.৭৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৭,২৯১ টাকা প্রতি কেজি। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও বেড়েছে অনেকটাই। কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৪১, ১৮০ টাকা।
আরও পড়ুন : আজ সামান্য বাড়ল তাপমাত্রা, আগামী ৪৮ ঘণ্টার জন্য বড়সড় খবর দিল হাওয়া অফিস
বিয়ের মরসুমে এই ভাবে প্রতিদিন দাম বেড়ে চলায় সাধারণ মানুষ যে যথেষ্টই সমস্যার মধ্যে পড়বে সেকথা বলাই বাহুল্য। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই সমস্যার মধ্যে পড়েছেন এভাবে প্রতিনিয়ত সোনার দাম বেড়ে চলায়।