এপ্রিলে এক ধাক্কায় সোনার দামে বিশাল পরিবর্তন, জেনে নিন নতুন দাম কত?
বিগত কয়েক মাস ধরে বেশ কিছুটা নিম্নমুখী ছিল সোনার দাম। গত মার্চ মাসে সোনার দামে বেশ কিছুটা পতন লক্ষ্য করেছিল সাধারণ মধ্যবিত্ত ভারতবাসী। কিন্তু এপ্রিল মাস পড়তে না পড়তেই আবারো ঊর্ধ্বমুখী সোনার দাম। জানা গেছে গত ১৫ দিনের মধ্যে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৬ শতাংশ বেড়ে গিয়েছে এবং বর্তমানে সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ৪৬,৬৪৮ টাকা। বিয়ের মরশুমে মধ্যবিত্ত বাঙালিদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে ঊর্ধ্বমুখী সোনার দাম দেখে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের কারণে এই দাম বৃদ্ধি পাচ্ছে।
অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বেশকিছু প্যাকেজ ঘোষণা করে দিয়েছে। তার ফলে অর্থনীতিতে অর্থের যোগান অনেকটা বেড়ে গিয়েছে। যতদিন না পর্যন্ত সবকিছু স্থিতিশীল না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু সোনার দাম ঊর্ধ্বমুখী থাকবেই। লগ্নিকারী উপদেষ্টা সংস্থার মিলউড কেন ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা জানিয়েছেন, উৎসব এবং বিয়ের মরশুমের জন্য বর্তমানে সোনার দামে বেশ কিছুটা পরিবর্তন এসেছে।
তিনি আশাবাদী, যদি বিশ্বের বাজারে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হলে সোনার দাম আবার কমবে। তবে তারা বলছেন, বর্তমানে এই বৃদ্ধি পাওয়া দাম নিয়ে কিছু করার নেই। গতবছর আগস্ট মাস নাগাদ ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬,২০০ টাকা। তারপর থেকে আস্তে আস্তে এই ধাতুর দাম কমতে শুরু করেছিল কিন্তু চলতি মাসের শুরুতে এই দাম সর্বনিম্ন ছিল বলা যেতে পারে। সেই সময় এই দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪৪,১০০ টাকা। কিন্তু তারপরেই নিম্নমুখী প্রবণতা কাটিয়ে আবারো বাড়তে শুরু করেছে সোনার দাম। মধ্যবিত্ত বাঙালির চিন্তা, গত বছরের আগস্ট মাসের মতই অবস্থা হবে না তো আবার এই বছর।