ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এক ধাক্কায় ৩৬,০০০ টাকা কম হয়ে গেল সোনালী ধাতুর দাম, পুজোর আগে গয়না কেনার দারুণ সুযোগ মধ্যবিত্তের জন্য

এই সোনার দাম আরো নামতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা

Advertisement

আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে দুর্গাপূজার। দুর্গাপূজা মরশুমে গা ভাসিয়ে পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছেন বহু মানুষ। তার মধ্যে এবার গয়না ক্রেতাদের জন্য এল একটা ভাল খবর। দুর্গা পূজার দিন কয়েক আগেই দাম কমলো সোনার। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে পুরো ৩৬০ টাকা। একই হারের দাম কমেছে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার।

বুধবার সকাল ১১.০০ টার দাম অনুযায়ী কলকাতায় ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৪,৬৪০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৬ হাজার ৪০০ টাকা, ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪ লক্ষ ৬৪ হাজার টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,০৬২ টাকা, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫০,৬২০ টাকা এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,০৬,২০০ টাকা।

সেপ্টেম্বরে শুরু থেকেই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখি। কখনো ১০০ টাকা আবার কখনো ২৫০ টাকা প্রায় প্রতিদিন এক নাগাড়ে দাম বৃদ্ধি হতে থেকেছে সোনালী ধাতুর। মাঝে সেপ্টেম্বরের ৭ তারিখ ব্যতিক্রমী ভাবে সোনার দাম অনেকটা কমে গেলেও পরবর্তীকালে আবার হয়েছিল উর্ধ্বমুখী। তবে এই মুহূর্তে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দাম অনেকটাই নিম্নমুখী রয়েছে। মাঝে ১০,১১ ও ১২ সেপ্টেম্বর সোনার দামে তেমন কোন পরিবর্তন না হলেও মঙ্গলবার কিছুটা দাম কমে ছিল। আর তার থেকেও বেশি দাম কমলো বুধবার।

একইসঙ্গে দাম কমেছে রুপোর। বুধবার প্রতি কিলোগ্রাম রুপোর দাম ০.০২ শতাংশ করে কমে গিয়েছে। এই মুহূর্তে নতুন পরিসংখ্যান অনুযায়ী রূপো বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৭১৯ টাকায়। পুজোর আগে সোনা রূপো এরকম সস্তা দামে বিক্রি হওয়ার কারণে মধ্যবিত্তের মুখে ফুটেছে হাসি। অনেকটা নাগালের মধ্যে এসে গিয়েছে এইসব গয়নার ধাতু। তবে দাম আরো কমতে পারে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button