বেশ কিছুদিন ধরে কমেই চলেছে কলকাতায় সোনা এবং রুপোর দাম। যার জেরে অত্যন্ত খুশি মধ্যবিত্ত বাঙালি। আবারও একবার বাজার কাঁপানো খবর নিয়ে এলো আজকের সোনা রুপার দর। জানা যাচ্ছে, দেশজুড়ে আবারো সস্তা হয়ে গিয়েছে সোনা এবং রুপা। দেশের বিভিন্ন জায়গায় শহরে সোনার দামে বেশ খানিকটা পতন এসেছে।
কলকাতাতেও এই দাম বেশ কিছুটা কম রয়েছে। খবর অনুযায়ী, ২২ এবং ২৪ ক্যারেট সোনার দামে বেশ খানিকটা পতন এসেছে। বর্তমানে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম আছে ৪,৬৬৭ টাকা। আগের থেকে এই দাম ২৫ টাকা কমেছে। অন্যদিকে ৮ গ্রামের দাম ৪,৬৬৭ টাকা এবং ১০ গ্রামের দাম এখন ৪৬,৬৭০ টাকা।
বর্তমানে কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রামে ৪,৩৯৫ টাকা। এই দাম আগের দামের থেকে ২৫ টাকা কমে গেছে। কলকাতায় বর্তমানে ২২ ক্যারেট সোনার ৮ গ্রামের দাম রাখা হয়েছে ৩৫,১৬০ টাকা (আগের থেকে ২০০ টাকা কম), ১০ গ্রামের দাম ৪৩,৯৫০ টাকা (আগের থেকে ২৫০ টাকা কম)।