Gold Price Update: সপ্তাহের শুরুতে ইতিহাস গড়লো সোনার দাম, পেরিয়ে গেল ৬০ হাজারের গণ্ডি

মার্চ মাসে তৃতীয় সপ্তাহে আগুন লেগেছে সোনার দামে। আর সেই জন্যই আচমকাই থমথমে হয়ে গিয়েছে কলকাতা বউবাজার সোনার দোকানগুলিতে। ব্যবসার ন্যূনতম ব্যস্ততারও দেখা মিলছে না। বেশিরভাগ দোকানেই কারিগরদের কাজ নেই।…

Avatar

মার্চ মাসে তৃতীয় সপ্তাহে আগুন লেগেছে সোনার দামে। আর সেই জন্যই আচমকাই থমথমে হয়ে গিয়েছে কলকাতা বউবাজার সোনার দোকানগুলিতে। ব্যবসার ন্যূনতম ব্যস্ততারও দেখা মিলছে না। বেশিরভাগ দোকানেই কারিগরদের কাজ নেই। আজ সপ্তাহের প্রথম দিনে সোনার দামের বাড়বারান্ত ইতিহাস তৈরি করল। সোমবারের দিনে ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। মূল্যবান হলুদ ধাতুর এমন দাম দেখে মাথায় হাত পড়েছে ক্রেতা বিক্রেতার।

সোমবার সপ্তাহের শুরুতেই MCX-এ সোনা ৫৯,৪১৮ টাকায় খোলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোনা ৬০,০০০ ছাড়িয়ে প্রতি ১০ গ্রামে ৬০,৪১৮ টাকায় চলে যায়। অর্থাৎ আজকের ব্যবসায় প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১০০০ টাকা বেড়ে যায়। শুধু সোনা নয়, রূপোর দামও বেড়েছে আজ। আজ রূপো প্রতি কেজি ৬৯,০০০ টাকা ছাড়িয়েছে আজ।

এখন অনেকের মনেই প্রশ্ন একটাই যে সোনার দাম হঠাৎ করে এত বাড়ছে কেন? আপনাদের জানিয়ে রাখি, আমেরিকায় সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ও সিগনেচার ব্যাঙ্কের সঙ্কটের পর জায়ান্ট সুইস ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ক্রেডিট সুইসেও সঙ্কট দেখা দিয়েছে। এই ব্যাংকিং সংকটের কারণে ভারতের শেয়ার বাজারে ধ্বস নেমেছে এবং তারই ফলস্বরূপ হু হু করে দাম বাড়ছে সোনার। বর্তমানে বিশ্ব বাজারে পরিস্থিতি অনুযায়ী সোনায় বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বলে মনে করা হচ্ছে।