ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সোনার দামে বড় পতন, জানুন আজকের সর্বশেষ রেট

শুধুমাত্র সোনা নয় রুপোর দামেও একইরকমভাবে কমতি লক্ষ্য করা গিয়েছে

Advertisement

বিগত ২০ দিন যাবৎ ভারতের বিভিন্ন বাজারে সোনা এবং রুপোর দাম লাগাতার কমবেশি হয়েই চলেছে। বিগত কয়েকদিনে সোনা এবং রুপোর দাম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে ভারতের বিভিন্ন বাজারে। এমসিএক্স এর সূচক অনুযায়ী এই মুহূর্তে ১০ গ্রাম সোনার মূল্য সকাল ৯.০৫ নাগাদ দাঁড়িয়েছিল ৫১,৭২১ টাকা। এমসিএক্স সূচকে সকালে সোনা এবং রুপা দুটি ধাতুর দামেই কোনটি লক্ষ্য করা গিয়েছিল।

শুধুমাত্র সোনার দাম না, ভারতীয় বাজারে এই মুহূর্তে রুপোর দাম বেশ কিছুটা নিচের দিকে। এই মুহূর্তে প্রতি কিলো রুপোর দাম ৬৮,৫২০ টাকা চলছে। গতকালের থেকে এই দাম কমেছে কিলো প্রতি ৩১৬ টাকা। রুপোর দামে বিগত ২০ দিনে একাধিকবার কমতি লক্ষ্য করা গিয়েছে। শুধুমাত্র মার্চ মাসেই বহুবার দাম কমেছে সোনা এবং রুপা দুটি ধাতুর। তবে, এই মার্চ মাসেই কিন্তু সোনার দাম একটা সময়ে প্রতি ১০ গ্রামে ৫৫,৬০০ টাকা দাঁড়িয়েছিল।

ভারতীয় বাজারে সোনা এবং রুপোর দাম এই মুহূর্তে অনেকটাই নিচের দিকে। তবে বিশ্ববাজারে কিন্তু সোনা এবং রুপোর দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। এর কারণ অবশ্য রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখনও যুদ্ধ পরিস্থিতি সমাপ্ত হয়নি। এই কারণে সোনা এবং রুপোর দাম বারংবার পরিবর্তিত হচ্ছে ভারত এবং বিশ্বের বাজারে। সমস্ত বাজারেই এই প্রভাব পড়ছে। গ্লোবাল মার্কেটে অনেকেই এই মুহূর্তে সোনা বিক্রি করার পরিকল্পনা নিয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, রাশিয়ার কাছে সোনার একটা বড় ভান্ডার রয়েছে এবং তারা বিশ্ববাজারে এই মুহূর্তে সোনা বিক্রি করতে চাইছে। এর ফলে বাজারে সোনার দাম এক ধাক্কায় অনেকটা কমে যেতে পারে এবং বিশ্ববাজার অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসতে পারে।

Related Articles

Back to top button