সাধারণের কাছে দুর্দান্ত সুযোগ। আবারো পড়লো সোনা ও রুপোর দাম। সম্প্রতি ৪৮ টাকা দাম কমেছে সোনার। এই মুহূর্তে সোনা ৫১,৪৮৫ টাকায় লেনদেন করা হচ্ছে। রুপোর দাম সম্প্রতি ৫ টাকা বেড়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে রুপো ৬৬,৩০০ টাকায় ট্রেড করছে। উল্লেখ্য, এক মাসের মধ্যে ৪,১১৫ টাকা সস্তা হয়েছে সোনা।
এই মুহূর্তে বিশ্বের বাজারেও সোনার দাম পড়তির দিকে।
• ২২ ক্যারট সোনার দাম- ৪৮,১৮৯ টাকা।
• ২৪ ক্যারট সোনার দাম- ৫২,৫৭০ টাকা।
• ২০ ক্যারট সোনার দাম- ৪৩,৮০৮ টাকা।
আর এই পরিস্থিতিতে,
• ১৮ ক্যারট সোনার দাম দাঁড়িয়েছে- ৩৯,৪২৮ টাকা।
• ১৪ ক্যারটের দাম- ৩০,৬৬৬ টাকা দাঁড়িয়েছে।
তবে এই মুহূর্তে মধ্যবিত্ত ও সাধারণের জন্য খুব ভালো সময়। একইসাথে সোনা ও রুপোর দাম পড়েছে অনেকটাই। মূল্যবৃদ্ধির বাজারে এই দাম কমা সত্যিই সুখবর। মনে করা হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই হয়তো মূল্যবান ধাতুর দাম কমছে। অন্যদিকে ধীরে ধীরে উন্নত হচ্ছে বাজারও। তবে সোনা ও রুপোর এই পড়তি দাম কতটা লাভজনক হতে চলেছে, তা বলা মুশকিল।
তবে এই শহরে সোনার দাম খতিয়ে দেখার জন্য ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাহায্য নিতে পারেন আপনারাও। আর সেটি জানতে গেলে নিজের নম্বর থেকে শুধুমাত্র একটি মিসড কল দিতে হবে ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে। এই নাম্বারে মিসড কল দিলেই আপনি পেয়ে যাবেন সমস্ত তথ্য। উল্লেখ্য, সোনার সাথে আবগারি শুল্ক, রাজ্য কর, মেকিং চার্জের একটি বড় অংশ যুক্ত রয়েছে।