Gold Price Today: টানা তৃতীয় দিনেও সস্তা হল সোনা, জানুন সোনার বর্তমান বাজারদর

Advertisement

Advertisement

আগের থেকে দাম কমেছে সোনা ও রূপার। রাখির মরসুম কড়া নাড়ছে দোরগোড়ায়। আর রাখির আগেই জেনে নিন সোনা ও রূপার বর্তমানের বাজারদর। কতই বা কমল দাম? ১৩’ই আগস্ট সোনার বাজারদর জানলে অবাক হবেন। অবশ্য সোনা ও রূপার বর্তমানের বাজারদর কিছুটা কমতে অল্প হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণের একাংশ। ১০ গ্রাম সোনার দাম মোটের থেকে কমেছে ২২৮ টাকা।

Advertisement

সোনার দাম-

Advertisement

• ২৪ ক্যারেট সোনার দাম- ৫৮,৯০৫ টাকা

Advertisement

• ২২ ক্যারেট সোনার দাম- ৫৩,৯৫৭ টাকা

• ১৮ ক্যারেট সোনার দাম- ৪৪,১৭৯ টাকা

• ১৪ ক্যারেট সোনার দাম- ৩৪,৪৫৯ টাকা

ব্যবসায়িক সপ্তাহের পঞ্চম দিনে অর্থাৎ শুক্রবার সোনার প্রতি ১০ গ্রামে ৪ টাকা করে কমেছে। আর সেই হিসাব অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার বর্তমান বাজারদর ৫৮,৯০৫ টাকা। তার আগে বৃহস্পতিবার প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ৫৮,৯০৯ টাকা।

পাশাপাশি শুক্রবার প্রতি কেজি রূপার দাম ৭৮ টাকা করে কমে দাঁড়িয়েছে ৭০,০৯৮ টাকা। অন্যদিকে বৃহস্পতিবার প্রতি কেজি রূপার দাম ৪৯ টাকা বৃদ্ধি পেয়ে মোট ৭০১৭৬ টাকায় দাঁড়িয়েছে।

Recent Posts