চতুর্থ দফার লকডাউন ঘোষণা হতেই দাম বাড়লো সোনার, নতুন দাম দেখে নিন
লকডাউনের মাঝেই আবার বাড়লো সোনার দাম। এই নিয়ে টানা দ্বিতীয় দিন বাড়লো সোনার দাম। আজ সোমবার সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে ৪৭ হাজার টাকার উপর চলে গিয়েছে। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭,৭৪০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামের পাশাপাশি ২২ ক্যারেট সোনার দামও বেড়েছে অনেকটাই। ২২ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৪৬,১২০ টাকা।
গতকাল কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৪৬,৭০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪৫, ৮০০ টাকা। সোনার সাথে রুপোর দামও বেড়েছে পাল্লা দিয়ে। রুপোর দাম আজ প্রতি কেজিতে ৪৮,১৯০ টাকা। শতাংশের হিসেবে গতকালের তুলনায় রুপোর দাম বেড়েছে ৩.১৫ শতাংশ।
ভারতে সোনার দাম ওঠানামা করে প্রধানত বিশ্ব বাজারে সোনার দামের উপর। এর সাথে শেয়ার বাজারের ওঠানামারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের প্রভাব থেকে যতদিন না অর্থনীতি আবার চাঙ্গা হবে ততদিন সোনার দামে এরকম ওঠানামা চলতেই থাকবে।