বাড়ল না কমলো সোনার দাম? জেনে নিন নতুন দাম কত?
ভারতের বাজারে আজ সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ০.৭ শতাংশ। সোনার দাম ছাড়িয়েছে ৪৮ হাজারের গন্ডি।
আবার দাম বাড়লো সোনার। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার জন্যে ভারতের বাজারেও বাড়লো সোনার দাম। ভারতের বাজারে আজ সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ০.৭ শতাংশ। সোনার দাম ছাড়িয়েছে ৪৮ হাজারের গন্ডি। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৮,২৮৯ টাকা। ২৪ ক্যারেট সোনার পাশাপাশি দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। ২২ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৪৬,৮৭০ টাকা।
সোনার দামে পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম ১.৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৯,১৯০ টাকা। ভারতে বেশিরভাগ সোনা আমদানি করা হয়। তাই বিশ্ববাজারে সোনার দামের উপর নির্ভর করে ভারতে সোনার দাম। এই দামের উপর চাপানো হয় আমদানি শুল্ক, জিএসটি, রাজ্য সরকার গুলির নিজস্ব ট্যাক্স, মেকিং চার্জ।
এসবের ফলেই বেড়ে যায় সোনার গয়নার দাম। বিশেষজ্ঞদের মতে করোনার প্রভাব যতদিন না বাজার থেকে কাটবে ততদিনই এমন ওঠানামা চলতে থাকবে সোনার দামে।