এক ধাক্কায় ২,০০০ টাকা দাম কমে গেল সোনার, পুজোর আগে বাম্পার অফার ভারতের গ্রাহকদের জন্য
মঙ্গলবার সোনার দাম কমলেও কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে রুপোর দাম
আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে দুর্গাপূজার। দুর্গাপূজা মৌসুমে গা ভাসিয়ে পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছেন বহু মানুষ। তার মধ্যে এবার গয়না ক্রেতাদের জন্য এল একটা ভাল খবর। দুর্গা পূজার দিন কয়েক আগেই দাম কমলো সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ২০ টাকা। একই হারের দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার।
মঙ্গলবার সকাল ১১.০০ টার দাম অনুযায়ী কলকাতায় ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৪,৬৭৩ টাকা। আট গ্রাম হলমার্ক সোনার দাম ৩৭,৩৮৪ টাকা, ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৬ হাজার ৭৩০ টাকা, ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা।
অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,০৯৮ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৪০,৭৮৪ টাকা, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫০,৯৮০ টাকা এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,০৯,৮০০ টাকা। অন্যদিকে এক কেজি রুপোর বাটের দাম ৫৭,০০০ টাকা।
গত ৩ দিনে সোনার দামে কোন পরিবর্তন না হলেও সপ্তাহের দ্বিতীয় দিনে বেশ খানিকটা কমেছে সোনার দাম। তবে এই দিন দাম বৃদ্ধি হয়েছে রুপোর। গত দুই সপ্তাহে এদিন সর্বোচ্চ রয়েছে রুপার দাম। সোমবার ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭১৫.১৪ মার্কিন ডলার। তবে মঙ্গলবার এর মূল্য সামান্য বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার এই দাম দাঁড়িয়েছে ১,৭২২.২৬ মার্কিন ডলারে। তবুও দেশীয় বাজারে দাম কমেছে সোনার।