দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মাঝেই দাম কমলো সোনার। লকডাউনের জন্য যেখানে প্রতিদিনই প্রায় দাম বাড়ছিল সোনার, সেই দাম আজ অনেকটাই কমেছে। আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭,২৫৪ টাকা থেকে কমে হয়েছে ৪৫,৬১৪ টাকা। গতদিনের তুলনায় যা কমেছে তিন শতাংশ।
অর্থাৎ গতদিনের তুলনায় সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ১,৬৪০ টাকা। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। রুপোর দাম প্রতি কেজিতে কমেছে ১.৪ শতাংশ। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৪৩,৬০০ টাকা।
লকডাউনের মাঝেও সোনা রুপোর এই দাম কমার জন্য বিশেষজ্ঞরা বলছেন, ঘরোয়া বাজার ভালো হওয়া এবং ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য বৃদ্ধি পাওয়া প্রধানত এই দুটো কারণেই সোনা-রুপোর দাম কমেছে। পাশাপাশি তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন এই দাম কমা বেশিদিন স্থায়ী হবেনা।