নিউজরাজ্য

New Local Train: পুজোর আগে চালু হল কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন, জেনে নিন রুট ও সুবিধা সমন্ধে

ট্রেনের এই নতুন রুটের মাধ্যমে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার মানুষের যাতায়াতের সুবিধা বাড়বে

Advertisement

দীর্ঘ অপেক্ষার অবসান হল দেবীপক্ষের শুভ সূচনায়। অবশেষে চালু হল কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন, যা নসিপুর ব্রিজ হয়ে চলাচল করবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ট্রেনের উদ্বোধন করেন। এরপর নদিয়ার কৃষ্ণনগরে রেলের পক্ষ থেকে একটি অনুষ্ঠানে এই ট্রেনের যাত্রা শুরু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের বিভিন্ন আধিকারিক ও আরপিএফের সদস্যরা, সঙ্গে ছিলেন রেল যাত্রীরা। রেল যাত্রী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা বহু প্রতীক্ষার ফলস্বরূপ।”

আপনাদের জানিয়ে রাখি, কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের নতুন এই রুটের মাধ্যমে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার মানুষের যাতায়াতের সুবিধা বাড়বে। আগে হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর আজিমগঞ্জ পৌঁছাতে দীর্ঘ সময় লাগত, কিন্তু এই নতুন ট্রেন চালুর ফলে সেই সময় কমে আসবে। নদিয়া ও মুর্শিদাবাদ জেলার মধ্যে যোগাযোগের একটি নতুন বিকল্প রুটও খোলা হয়েছে। এতদিন ডানকুনি ও নৈহাটি ব্যান্ডেল হয়ে শিয়ালদহ এবং হাওড়ার সঙ্গে যোগাযোগ হতো, কিন্তু এখন নসিপুর ব্রিজের মাধ্যমে আরও দ্রুত এবং সহজভাবে যাতায়াত সম্ভব হবে।

কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু হয়ে বহরমপুর, বেলেডাঙ্গা, নদীয়ার পলাশী, দেবগ্রাম, বেথুয়াডহরি হয়ে কৃষ্ণনগর পর্যন্ত যাবে। এর মোট রুট ১০৩ কিলোমিটার হলেও, যাত্রার সময়সূচি সাধারণ মানুষের সুবিধার্থে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, কৃষ্ণনগর কালীনারায়নপুর রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রীতম ভৌমিক জানিয়েছেন, আজিমগঞ্জ থেকে এই ট্রেনে যাত্রা করার পর অন্যান্য কানেক্টিং ট্রেন ধরাও সম্ভব হবে। সার্বিকভাবে, নতুন এই ট্রেন রুটটি বিশেষভাবে নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও মালদহ জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে, যা তাদের দৈনন্দিন জীবনে ব্যাপক সুবিধা এনে দেবে।

Related Articles

Back to top button