যদি আপনার প্যান কার্ড বাতিল হয়ে যায় তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সরকার এখন এই ধরনের মানুষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে। তবে বেশি টেনশন করবেন না কারণ সরকার এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্যও একটি দারুন উপায়ে নিয়ে এসেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
আপনি এখন ঘরে বসেই আপনার প্যান কার্ড আবার আগের মত সক্রিয় করতে পারবেন। এজন্য আপনাকে সামান্য কয়েকটি বিষয়ের উপরে যত্ন নিতে হবে। যদি কোনো কারণে আপনার প্যান কার্ড বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবে অথবা আপনার গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে ঝুলে থাকবে। তাই আপনাকে প্যান কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য আগে থেকেই জেনে নিতে হবে।
আয়কর দপ্তর আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা অত্যন্ত জরুরি করে দিয়েছে। এই কাজের জন্য আয়কর বিভাগ বেশ কয়েকবার তারিখ নির্ধারণ করেছিল এবং একাধিকবার সময়সীমাও বৃদ্ধি করেছিল। অনেকে ক্রমাগত অবহেলা করেছেন এই বিষয়টিকে। বিপুলসংখ্যক মানুষ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করালেও এমন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড এখনো পর্যন্ত লিঙ্ক করিয়া ওঠেননি। তাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার প্যান কার্ড আপডেট করতে চান তাহলে আপনাকে এক্ষুনি এক হাজার টাকা জরিমানা দিয়ে এই কাজটি করে ফেলতে পারেন।
আপনি যদি প্যান কার্ড সক্রিয় না করেন তাহলে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যাবে। আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না, আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তার পাশাপাশি আপনি কোন রকম পাবলিক ফেসিলিটি সেন্টারে গিয়ে কোন পরিষেবা নিতে পারবেন না। তাই অবিলম্বে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে জরিমানা দিয়ে আপনাকে এই কাজটি করে ফেলতে হবে। আবেদনের এক মাস পরে আপনার প্যান কার্ড আবার সক্রিয় হবে।
Rihanna is marking a major career milestone. On January 28, the superstar celebrated the 10th…
Patrick Dempsey has spoken candidly about his former Grey’s Anatomy co-star Eric Dane, who is…
The Sundance Film Festival often showcases bold storytelling, but In the Blink of an Eye…
Actress Odessa A’zion, best known for her role in Marty Supreme alongside Timothée Chalamet, has…
American Idol is bringing fresh star power to its upcoming season. Singer-actress Keke Palmer and…
Bruce Willis’ wife Emma Heming Willis has opened up about the actor’s ongoing health battle…