নিউজরাজ্য

অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে সুখবর, ৪০% বাড়ছে বেসিক পেনশন

Advertisement

অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে সুখবর। ২০১৬ সালের পর যেসমস্ত রাজ্য সরকারি কর্মচারী অবসর নিয়েছেন তাদের ৪০ শতাংশ বেসিক পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার অর্থমন্ত্রক এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে।

সেখানে জানানো হয়েছে, ২০১৬ সালের পর যেসমস্ত রাজ্য সরকারি কর্মীরা অবসর নিয়েছেন তাদের অবসরকালীন ভাতা, পারিবারিক পেনশন ও গ্রাচুয়িটি বাড়ানো হবে। ওই বিবৃতিতে এটাও বলা হয়েছে যে, যেসমস্ত রাজ্য সরকারি কর্মচারী সংশোধিত বেতন কাঠামোর অধীনে এসেছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত হবে।

আরও পড়ুন : অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার পর, ২০২১ সালে টিএমসি বাংলা থেকে মুছে যাবে, পূর্বাভাস দিলীপ ঘোষের

ই-পেনশনের জন্য অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে একথা আগেই জানানো হয়েছিল সরকারের তরফে। এবার এল এই খুশির খবর। যারা অফলাইনে ফর্ম ফিলাপ করবে তাদের ক্ষেত্রেও কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button