দেশনিউজ

SBI গ্রাহকদের জন্য রইল দুঃসংবাদ, এসে গেলো নতুন নিয়ম

Advertisement

দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক হল এসবিআই।গ্রাহকদের সুবিধার জন্য সবসময় বিশেষ নজর দিয়ে থাকে এসবিআই। তবে মাঝে মাঝে কিছু নিয়ম বদলে ভোগান্তি পোহাতে হয়েছে গ্রাহকদের। আবারও একবার এসবিআইয়ের গ্রাহকদের জন্য উঠে এলো দুঃসংবাদ।

গত ১ নভেম্বর থেকে এসবিআইয়ের তরফ থেকে জানানো হয় যে কোনো অ্যাকাউন্টে যদি মূলধন ১ লক্ষ টাকার কম থাকে তাহলে সুদের হার ৩.২৫ শতাংশ হারে থাকবে। তবে এবারে ন্যূনতম ব্যালান্স ক্ষেত্রে এলো নতুন নিয়ম। যার ফলে মধ্যবিত্ত গ্রাহকদের কপালে রীতিমত পড়েছে চিন্তার ভাঁজ।

এসবিআইয়ের এই নতুন নিয়ম অনুযায়ী মেট্রো শহরের গ্রাহকদের অ্যাকাউন্টে প্রতি মাসে নূন্যতম ব্যালান্স ৩০০০ টাকা রাখা বাধ্যতামূলক করা হয়। এবং আধা শহরের গ্রাহকদের অ্যাকাউন্টে প্রতি মাসে ন্যূনতম ব্যালান্স ২০০০ টাকা থাকতে হবে বলে এমনটাই নির্দেশ দিলো এসবিআই।অ্যাকাউন্ট এই ন্যুনতম ব্যালান্সগুলি না রাখলে ১০-১৫ টাকা পর্যন্ত জরিমানার সাথে দিতে হবে জিএসটি চার্জ। সিবিআইয়ের এই ঘোষণার ফলে অসুবিধায় পড়তে চলেছেন মধ্যবিত্তরা।

Related Articles

Back to top button